Tuesday, October 27, 2015

নিরাবতা

একাকি পথ চলা
না বলা কথামালা
নিশ্চুপ অবগাহন
মন্থর অবলোকন

কতদুর যাবে নিয়ে
বিব্রস্ত অবসন্ন পায়ে
স্পর্শ না দিয়ে দেখা
অদৃশ্য লেখনী লেখা

চারিদিক কুয়াশার চাদর
জবুথবু তেমাথা নিথর
নিসাড় নিসংগ অসারতা
নিগুঢ় নিস্তরঙ্গ নিরাবতা

Friday, October 16, 2015

হারিয়ে যাবে

আমি জানি একদিন
তুমি হারিয়ে যাবে

তাই বলিনি তোমাকে
আমার হৃদয়ের কথা

পথ চলতে দেখা
কিছু সময় পথচলা

কিছু ভাল সময়
কিছুটা হৃদয়ের বিনিময়

তুমি বোঝইনি কখনো
আমি বুঝতে দেইনি

জানতাম হারিয়ে যাবে
যাবেই চলে একদিন

আমি চাই আবার শুরু
বারবার ফিরেফিরে

কেন আমি ভুলিনি
আমি কি একাই

নাকি এভাবেই নিয়তি
জানতাম হারিয়ে যাবে