Sunday, June 01, 2014

অপেক্ষা

হয়ত এই ভালো
না ফেরার চাইতে
ভালো
 
অপেক্ষা
 
আসবে
ফিরে আসবে
পায়ের শব্দ
গায়ের গন্ধ ...
চেনা শ্বাস
বাড়িয়ে দিচ্ছি হাত
 
হাত ভর্তি অপেক্ষা
 
শূন্যতার চাইতে ভালো